ঘোড়াঘাটে ২১ জন কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

ঘোড়াঘাটে ২১ জন কোয়ারেন্টাইনে
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:-  দিনাজপুরের ঘোড়াঘাটে ২০ জনকে সন্দেহভাজন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিরা হলেন, উপজেলার কানাগাড়ী গ্রামের সালমান মিয়া, ভেলাইন গ্রামের আঃ মতিন, উদয়ধুল গ্রামের আঃ মমিন, কাঁশিগাড়ী গ্রামের জাহাঙ্গির হোসেন চৌধুরী, সিংড়া গ্রামের মোন্তাজ আলী, চকবামুনিয়া গ্রামের এসএম রেজাউল করিম, তোশাইল গ্রামের মোহাম্মাদ আলী মোতুর্জা, দেবীপুর গ্রামের তাজোয়ার রহমান, রুপসী পাড়ার শাম্মি আকতার, একই এলাকার নাহিদ হাসান, নন্দনপুর গ্রামের সামসুল আলম, বাঁশমুড়ি গ্রামের নিমিমা রানী দত্ত, পুড়ইল গ্রামের আঃ রহমান, চাটশাল গ্রামের শাহাবুল হোসেন, সিংড়া গ্রামের রাখি মনি এবং ঘোড়াঘাট পৌর এলাকার কাদিমনগর গ্রামের সঞ্জিতা কুন্ডু, নয়াপাড়ার আনোয়ার হোসেন, একই এলাকার আঃ কুদ্দুস, পূর্বপাড়া গ্রামের লায়লা নজরুল, নয়াপাড়া গ্রামের মতিউর রহমান ও ওসমানপুরের জোবায়ের হোসেন। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই বিদেশ ফেরত প্রবাসী। সচেতনতার অংশ হিসেবে তাদের সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা সকলের তালিকা আমাদের কাছে আছে। আমরা তাদের বাড়িতে গিয়ে, মোবাইল ফোনে যোগাযোগ করে ও স্থানীয় জনপ্রতিনিধিরে মাধ্যমে তাদেরকে মনিটরিং করছি। কোয়ারেন্টাইনে থাকা অনেকে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমরা তাদের সাথে ফোনে নিয়মিত যোগাযোগ করছি এবং প্রযুক্তি ব্যবহার করে তাদের সঠিক অবস্থান সনাক্ত করছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest