কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে অগ্নিকান্ডে রান্নাঘর সহ একটি বসতবাড়ী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।অগ্নিকান্ডের খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। শনিবার রাত ১টার দিকে বিদ্যুতের মিটার থেকে শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান। জানা গেছে,রাত ১টার দিকে বসত ঘরের সামনে স্থাপিত পল্লী বিদ্যুতের মিটারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বসতঘরে আগুন লেগে মূহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।পরিবারের লোকজন ঘর থেকে বাইরে বেড়িয়ে এসে ডাক চিৎকার দিকে প্রতিবেশীরা এগিয়ে এসে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ীর মালিক মালয়েশিয়া প্রবাসী মো.সাইফুল ইসলাম সবুজ গাজী জানান,অগ্নিকান্ডে ৫লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে।