মোঃ ইব্রাহীম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মজিবর্ষ উপলক্ষে ও করোনা ভাইরাসের অজুহাতে অস্তিশীল বাজার নিয়ন্ত্রণ করতে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতার হাট বন্দরে এই প্রথম ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি শুরু করেছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত টিসিবির ডিলার এইচ এন নাথ ও সুর্য্য এন্টারপ্রাইজ। গত শুক্রবার সকাল থেকে বন্দরের উত্তর বাজার ঈদ গাহ মাঠে ভ্রাম্যমাণ ট্রাকে করে পন্য বিক্রি শুরু করে। এতে প্রায় সব শ্রেণির মানুষই ভিড় করছে ন্যাযমুল্যে চিনি, ডাল ও সোয়াবিন তেল নিতে। চরহোগলা গ্রাম থেকে আসা আঃ মন্নান নামের এক ক্রেতা জানান বাজার করতে এসে এখানে দেখি টিসিবির ৮০ টাকা লিটার সোয়াবিন,৫০ কেজিতে চিনি ও ডাল দিতেছে। আমি ২ কেজি চিনি, ২কেজি ডাল এবং ৫ লিটার সোয়াবিন তেল নিয়েছি। তিনি এই প্রথম খোলা বাজারে ট্রাকসেলের মাধ্যমে পণ্য দিতে দেখে বলেন এভাবে যেন সবসময় নায্যমুল্যে টিসিবির পণ্য পেতে পারি এ জন্য সরকারের কাছে অনুরোধ জানাই। তাছাড়া বাজার দামের চেয়ে কম দামে টিসিবির পণ্য কিনতে পেরে অনেকেই খুশি বলে জানা গেছে। এ বিষয় সুর্য্য এন্টারপ্রাইজের প্রপাইটর শামীম হায়দার বলেন পন্য ভালো হওয়ায় ক্রেতাদের চাহিদা অনেক অামরা যে পরিমান পন্য পাই তা দিয়ে ক্রেতা সামাল দেওয়া কঠিন তবে ডালের চাহিদা অনেক বেশি। স্থানীয়রা মনে করেন এই দুই ডিলারের মতো উপজেলার সকল ডিলারেরা যদি টিসিবির পন্য দেয় তাহলে অসাধু ব্যাবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে পারবেনা। সামনে রমজান মাস উপলক্ষে সকল ডিলারদের টিসিবির পন্য বিক্রি করার আহবান জানান তারা।