নেত্রকোনার কেন্দুয়ায় চাবি লাগানো লড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে শিশু নিহত

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

নেত্রকোনার কেন্দুয়ায় চাবি লাগানো লড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে শিশু নিহত

রিফাত আহমদে রাসেল, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চাবি লাগানো মাটি টানা লড়িতে এসকেলেটরে পা রাখায় লড়িটি ছুটে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হৃদয় মিয়া (১৬) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গুগবাজার এলাকায় ইটভাটা শাপলা ব্রিকস ফিল্ডের লড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত হৃদয় লড়ির হেল্পার অপু মিয়ার ছোট ভাই এবং কাশেম মিয়ার ছেলে। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান নিশ্চিত করে বলেন, শাপলা ইটভাটার লড়িটি রেখে চালক জিল্লুর খেতে গেলে হেল্পার অপুর ছোট ভাই এসে ওঠে পড়ে। পরে লড়িটি ছুটে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে শিশু হৃদয়কে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest