বাউফলে করোনা সচেতনতায় পৌর ছাত্রলীগ।

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

বাউফলে করোনা সচেতনতায় পৌর ছাত্রলীগ।
এনামুল হক বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ- বাউফলে মরণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে এবার রাস্তায় নেমেছেন পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। মহামারি করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে বাউফল উপেলার পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা লিফলেট হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বাউফল পৌর ছাত্রলীগের আহবায়ক নিয়াজ মোর্শেদ ও যুগ্ন আহবায়ক এইচ এম সুমন মুন্সির উদ্যোগে পৌরশহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে সচেতনতামূলক এ লিফলেট ও সাবান বিতরণ করা হয়। এসময় বাউফল পৌর ছাত্রলীগের আহবায়ক নিয়াজ মোর্শেদ জানান, করোনা ভাইরাসের কারণে অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশের মানুষও ব্যাপক হুমকির মুখে। আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিকভাবে পালন করলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে এই লিফলেট ও সাবান বিতরণ করছি। লিফলেটে করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষন, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়সহ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সচেতনতা লেখা উল্লেখ রয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest