আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ করোনা নিয়ে কড়া সতর্কতা জারি গোটা বিশ্বে। হলিউড, বলিউড, টলিউডে বন্ধ সব শুটিং, বাতিল সমস্ত কাজ। বিশ্বজুড়ে তারকারা আপাতত বিরতিতে রয়েছেন, আছেন সেলফ কোয়ারেন্টাইনে। তবে এই কঠিন অবস্থাতেও সালমানকে ভাবিয়ে তুলেছে ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের কথা। আর তাই এই লকডাউনে প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। ২১ দিনের লকডাউনের জেরে অন্যান্য ক্ষেত্রের মতো বিনোদন দুনিয়াতেও বড়সড় আর্থিক ধস নামতে চলেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সবচাইতে ক্ষতিগ্রস্ত হবেন জুনিয়র টেকনিশিয়ানরা। যাদের ‘দিন আনে দিন খাই’ পরিস্থিতি। তাঁদের কথা মাথায় রেখে অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। এই অবশ্য প্রথম নয়। সালমান যে নানারকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত কিংবা ভিন্ন সময়ে ভিন্ন প্রেক্ষিতে একাধিকবার ফিল্ম ইন্ডাস্ট্রির অসহায়দের দিয়েছেন, সেকথা সবাই জানেন। সালমনের ‘বিইং হিউম্যান’ সংস্থাও বহু দুস্থদের পড়াশোনা, ওষুধপাতির দায়িত্ব নিয়েছে। এবার করোনার জেরে আবারও তিনি প্রমাণ করে দিলেন যে কেন তিনি বলিউডের ‘ভাইজান’!