দুবাইয়ে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ক্যাপটাগন ট্যাবলেট জব্দ, তিনজন আটক

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

দুবাইয়ে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ক্যাপটাগন ট্যাবলেট জব্দ, তিনজন আটক

 

মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধিঃ

 

আজ রবিবার (৩১ আগস্ট ২০২৫) দুবাই পুলিশ বিশেষ অভিযানে ৮৯ হাজার ৭৬০টি ক্যাপটাগন ট্যাবলেট জব্দ করেছে। পুলিশ জানায়, পোশাকের বোতামের ভেতরে লুকিয়ে এসব মাদক পাচারের চেষ্টা চলছিল।

 

জব্দকৃত মাদকদ্রব্যের মোট ওজন প্রায় ১৮.৯৩ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক ৪.৪ মিলিয়ন দিরহাম। পুলিশ অভিযানে তিনজনকে আটক করে, যাদের মধ্যে দুইজন আরব ও একজন এশীয় নাগরিক।

 

দুবাই পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা বিদেশে অবস্থানরত এক নেতার নির্দেশে প্রতিবেশী দেশে মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট এবং পার্শ্ববর্তী আমিরাতের একটি স্থানে মজুদ রাখা মাদকও উদ্ধার করা হয়।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিকল্পিত অভিযানে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করার পর মাদক লুকানো পোশাক জব্দ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ত

দন্ত চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest