মেহেন্দিগঞ্জে কোষ্টগার্ডের অভিযানে ৪০মন ইলিশ জব্দ, এতিমখানা ও দুস্থ্যদের মধ্যে বিতরণ

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

মেহেন্দিগঞ্জে কোষ্টগার্ডের অভিযানে ৪০মন ইলিশ জব্দ, এতিমখানা ও দুস্থ্যদের মধ্যে বিতরণ
মোঃইব্রাহীম- মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :- মেহেন্দিগঞ্জে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোন কালীগঞ্জ – উলানিয়া ষ্টেশনের সদস্যদের অভিযানে ৪০জন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। কালীগঞ্জ – উলানিয়া স্টেশনের অফিসার ইনচার্জ মোঃ রজব আলী স্থানীয় সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর কালাবদর নদীতে অভিযান পরিচালনা করার সময় অবৈধ ভাবে মাছ পরিবহন করায় আনুমানিক প্রায় ৪০মন ইলিশ মাছ আটক করেতে সক্ষম হয়েছি। এ সময় কাউকে আটক করা যায়নি। পরের দিন সকাল ৯টায় মেহেন্দিগঞ্জ স্টিমারঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ও উপজেলা মৎস অফিসারের উপস্থিতে জব্দকৃত মাছগুলো এতিমখানা খানায় ও সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়। স্টেশন অফিসার রজব আলী আরো বলেন এসময় নদীতে সকল প্রকার মাছ ধরা পরিবহন ও বেচা কেনা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য কারী যে-ই হোক তাদেরকে বাংলাদেশ কোষ্টগার্ড আইনের আওতায় আনবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest