মির্জাগঞ্জে জীবাণুনাশক ঔষধ ছিটানো উদ্বোধন

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

মির্জাগঞ্জে জীবাণুনাশক ঔষধ ছিটানো উদ্বোধন
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধ ও জীবাণুমুক্ত থাকতে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফ ইবনে আলী’র উদ্যোগে ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বরে জীবানুনাশক ঔষধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মো.আবু বকর সিদ্দিকী। উদ্বোধন শেষে (ডাকসু)’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.আরিফ ইবনে আলী’র তত্ত্বাবধায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সুবিদখালী বাজার,সরকারী সুবিদখালী কলেজ সংলগ্ন বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.জহিরুল ইসলাম জুয়েল সিকদার,রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিটের যুব প্রধান মো.আরিফ আল-আমিন, উপ-প্রধান এস.এম সজিব,যুব সদস্য দিপু,মো.হাসিব, মো.রায়হান, রিয়াদ ও আদর উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest