ঢাকা ৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি: করোনাভাইরাস সংকট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের উদ্যোগে ২য় ধাপে দুই হাজার নিম্ন আয়ের পরিবার, কর্মহীন, সুবিধাবঞ্চিত এবং অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার ৮ টি ইউনিয়নের ২৪ টি স্থানে সামাজিক দুরুত্ব বজায় রেখে ১০ কজি চাল, ২ কজি আলু , ১টি সাবান সরকারি খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ছানাউল ইসলাম। খাদ্যসামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, প্রকল্প বাস্তবায়ন অফিসার নভেন্দ্রু নারায়ন চৌধুরী ,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম বলেন দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্থতি রয়েছে। প্রথম ধাপে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছিল এবার দ্বিগুন করে দুই হাজার পরিবারের কে দেওয়া হলো । মানুষ স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত সরকারের তরফ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ত্রাণের জন্য কাউকে ঘড়ের বাইরে বের হতে হবে না।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST