সরকারি ত্রাণ যাচ্ছে ক্ষমতাসীনদের বাড়িতে – রিজভী

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

সরকারি ত্রাণ যাচ্ছে ক্ষমতাসীনদের বাড়িতে – রিজভী

আলোকিত সময় ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণে মহাদুর্যোগের সরকারি ত্রাণ ক্ষমতাসীনদের বাড়িতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল চিকিৎসকদের মধ্যে পিপিই প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। রিজভী আহমেদ বলেন, আমরা কোনো মন্ত্রীর কথা শুনেছি যে মানুষের পাশে থাক। সরকারি রিলিফের ত্রাণগুলো চলে যাচ্ছে তাদের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে। তারা (ক্ষমতাসীন দল) নেতা-কর্মীদেরকে বলছেন, মানুষের পাশে থাকবে। আর সরকারি ত্রাণ চলে যাচ্ছে তাদের বাড়িতে। বিএনপির রাজনীতি যারা বিশ্বাস করে তারা এটা কোনোদিন করবে না।আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতা-কর্মীরা এই দুর্যোগের মধ্যেও যতটুকু তাদের প্রটেকশন- এটা নিয়ে তারা সামগ্রিকভাবে কাজ করছে। আমরা শত নির্যাতনের মধ্যেও মানুষের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়িয়েছি। গতকাল সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান উপলক্ষে এক অনুষ্ঠান হয়। হলিফ্যামিলি হাসপাতালের উপ-পরিচালক এনামুল হকের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালামও বক্তব্য দেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহমেদ শফিকুল হায়দার, অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক আবদুল করীম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ব্যারিস্টার মীর হেলাল, বিপ্লবুজ্জামান বড়ুয়া, আতিকুর রহমান রুম্মন, শায়রুল কবির খান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদলের ডা. রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক করোনা মহামারী দুর্যোগ মোকাবিলায় প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করা অত্যন্ত বড় কর্তব্য। আমাদের দেশের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। তিনি বলেন, এ রকম মহাদুর্যোগের মধ্যে জাতীয় ঐক্য অপরিহার্য। কিন্তু যারা ক্ষমতায় থাকেন, যারা সরকার তাদের এই ঐক্যটাকে গড়ে তোলা হচ্ছে আশু কর্তব্য আমরা সেটা দেখেনি। বরং আমরা দেখেছি যে, মন্ত্রী- নেতাদের বক্তব্য এ ধরনের এসেছে- দেশ উন্নয়নে ভেসে যাচ্ছে। কিন্তু আমাদের যে কোয়ালিটি এডুকেশন দরকার, আমাদের কোয়ালিটি হসপিটাল দরকার সেগুলো কখনো আমরা সামনে আসতে দেখেনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest