তারাগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য দিবস পালিত

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

 

 

 

তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি :” অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। উদ্বোধনের পর উপজেলা মৎস অফিসার উম্মে হাবীবা সিদ্দিকার সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ইফতেখারুল ইসলামপ্রমুখ। আলোচনা সভাশেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস চাষীদের মধ্যে ক্রেস ও সনদ বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest