রাজশাহীতে ট্রাক থেকে পড়ে শ্রমিক নিহত, ফেলে পালালেন শ্রমিকরা

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

রাজশাহীতে ট্রাক থেকে পড়ে শ্রমিক নিহত, ফেলে পালালেন শ্রমিকরা
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে বালু তুলতে গিয়ে ট্রাক থেকে পড়ে সাদেক আলী (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আর এ ঘটনার পর তাকে হাসপাতালের বারান্দায় রেখে পালিয়ে গেছেন অন্য সহকর্মীরা। নিহত শ্রমিক রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন চরসাতবাড়িয়া মিজানের মোড় এলাকার মৃত কাদের ছেলে। বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির জানান, নিহতের ছেলে আমাদেরকে জানিয়েছে বুধবার রাতে তার বাবা ট্রাকে অন্য শ্রমিকদের সাথে বালু তোলার কাজ করছিল। এ সময় বালু তুলতে গিয়ে ট্রাকের উপর থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। এরপর তার সাথে কাজ করা শ্রমিকরা তাকে ওই ট্রাকে করেই চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল বারিন্দ্র মেডিকেলে নিয়ে যায়। সেখানে নিয়ে আসলে কর্তব্যরতরা ওই লোককে চিকিৎসা না দিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শ্রমিকদের বলে। এমন ঘটনা কিছুক্ষণ চলার পর শ্রমিকরা সাদেককে হাসপাতালের বাইরে নিয়ে এসে বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে সকালে হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি বাইরে পড়ে থাকতে দেখে চন্দ্রিমা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি রামেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest