আমেরিকান প্রবাসী মিলন ও ঢাকায় বসবাসরত শহিদুলের পক্ষে নিজ গ্রামে ত্রান বিতরন

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

আমেরিকান প্রবাসী মিলন ও ঢাকায় বসবাসরত শহিদুলের পক্ষে নিজ গ্রামে ত্রান বিতরন
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর। সুদুর আমেরিকায় থেকেও তার প্রান কাঁদে নিজ মাতৃভূমির মানুষের জন্য। আমেরিকান প্রবাসী মো: এমদাদুল হক(মিলন) ও ঢাকায় বসবাসরত সমাজ সেবক, দিনাজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের শিল্পবিষয়ক সহ-সম্পাদক এম শহিদুল হক সরকার এর নিজস্ব অর্থায়নে অসহায় ২০০ টি পরিবার কে উপহার দিলেন খাদ্য সামগ্রী। প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি করে চাল ও ১ কেজি করে ডাল। COVID-19 করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়ে মানুষ। সেই দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন তাদের নিজ এলাকা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪ নং ইশবপুর ইউনিয়নের নওখৈর গ্রামে। অনেক দুর থেকেও যে অসহায় দরিদ্র মানুষের সেবা করানো যায় এটা সমাজের নজীর স্থাপন করলেন এমদাদুর হক মিলন ও এম শহিদুল হক সরকার। ভিডিও ফুটেজে করোনাভাইরাস এর কবল থেকে নিজেকে, পরিবারকে ও সমাজের মানুষকে রক্ষার জন্য সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরার জন্য সকলের প্রতি আহবান জানান তারা। এই ত্রান কর্মসুচীর উদ্বোধন করেন এমদাদুল হক মিলন ও এম শহিদুলের হকের পিতা সমাজ সেবক মো: মহির উদ্দিন। সেখানে আরো উপস্থিত ছিলেন মো:হাবিবুর রহমান, আর এইচ হৃদয়, শাহরিয়ার, সাব্বির প্রমুখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest