তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি: তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহিদুল ইসলাম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউপির হুলাসুজোত গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সহিদুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপির সিপাইপাড়ার হুলাসুজোত গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। নিহতের চাচাতো ভাই আবুল কালাম আজাদ জানান,সকালে সুইস চালু করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি পক্রিকা চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest