রাজশাহীর পুঠিয়ায় গাজিপুর ফেরত আরো একব্যক্তির করোনা শনাক্ত

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

রাজশাহীর পুঠিয়ায় গাজিপুর ফেরত আরো একব্যক্তির করোনা শনাক্ত
রাজশাহী ব্যুরো : রাজশাহীর পুঠিয়ায় গাজীপুর ফেরত আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের নন্দনপুর গ্রামের গেদার ছেলে সবুজ। আজ রোববার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। গত বেশ কয়েকদিন আগে তিনি গাজীপুর থেকে রাজশাহীর পুঠিয়ায় গোপনে উপজেলার নন্দনপুর গ্রামে নিজ বাড়িতে এসেছিলেন। গত ১৬ তারিখ তার নমুবা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা৷ এনামুল হক বলেন, পুঠিয়ায় আরো এক ব্যক্তি সনাক্ত হয়েছে। এ নিয়ে পুঠিয়ায় উপজেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হল। বর্তমানে তিনি নিজ বাড়িতেই রয়েছেন। তাকে সেখানে রেখে চিকিৎসা দেওয়া হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest