তালতলীতে ২৬০ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ।

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

তালতলীতে ২৬০ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ।

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :- বরগুনার তালতলীতে করোনা ভাইরাসার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর উপহার বিশেষ খাদ্য সহায়তায় হিসেবে ২৬০ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতারণ করা হয়।

সোমবার(২০ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরবন্দি ক্ষতিগ্রস্ত হয়ে পড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি চাল ২৬০ টি কর্মহীন পরিবারকে দেওয়া হয়। এই চাল বিতারণের সময় সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা, ও অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, ও কড়ইবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন আকন প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest