বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত।

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২:০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর সরকারের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ -৩ ( মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা বর্তমান উপজেলা মুজিবনগর স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দী। তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আতিয়া খাতুন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহবুবুর রহমান পিপিএম (সেবা), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাবাব ফারহান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি সুকমল কর্মকার সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারি সহ ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য নেতাকর্মী।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest