বিত্তবানদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে করোনা তহবিলে ভিক্ষুকের দান দশ হাজার টাকা

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

বিত্তবানদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে করোনা তহবিলে ভিক্ষুকের দান দশ হাজার টাকা

আলোকিত সময় ডেস্কঃ করোনায় অসহায়, কর্মহীন ঘরে থাকা মানুষের খাদ্য সহায়তা করোনা তহবিলে এক ভিক্ষুক দান করলেন দশ হাজার টাকা। ২১ এপ্রিল মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে ভিক্ষুক নাজিমুদ্দিন (৮০) আজ দুপুরে দশ হাজার টাকা ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের হাতে তুলে দেন। ভিক্ষুক নাজিমুদ্দিন জানায়, ভিক্ষা ভিত্তি করে তার সংসার চলে। তার ৩ ছেলে ৩ মেয়ে রয়েছে। ভিক্ষা ভিত্তি করে সংসার চালিয়ে গত ২ বছরে ১০ হাজার টাকা জমিয়েছেন তিনি। বর্তমান দেশের করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদেরকে দান করার জন্য তার জমানো ১০ হাজার টাকা ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) করোনা তহবিলে জমা দেন। তিনি আরো জানান, ওই টাকা তিনি জমিয়েছিলেন তার একটি মাত্র বসত ঘর মেরামতের জন্য। এ ব্যাপারে ইউএনও জানান, সরকারের পক্ষ থেকে শীঘ্রই তাকে একটি বসত ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ঝিনাইগাতী দি প্যাসিফিক ক্লাবের সদস্যগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest