অবশেষে ২০দিন পর কিম জং-উন আসলেন

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০

অবশেষে ২০দিন পর কিম জং-উন আসলেন
আলোকিত সময়, আন্তর্জাতিক ডেস্ক | সব ধরনের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে প্রায় ২০ দিন পর প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং-উন। শুক্রবার একটি কারখানা উদ্বোধন অনুষ্ঠানে কিম যোগ দিয়েছেন বলে খবর প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। খবর বিবিসি ও ব্লুমবার্গ। কেসিএনএ বলছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি সাঞ্চন নামক স্থানে একটি সার কারখানার উদ্বোধন করেছেন কিম। এ সময় তার সঙ্গে বোন কিম ইয়ু-জং ও রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন। ফিতা কেটে কারখানাটি উদ্বোধনী করেন কিম। এ সময় উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ী ও অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম বলছে, তিনি পিয়ংইয়ংয়ের উত্তরে সাঞ্চন ফসফেটিক ফার্টিলাইজার কারখানা উদ্বোধন করতে যান। সাধারণত রুটিন কাজের অংশ হিসেবে এ কারখানায় সফর হলেও গত কয়েক বছর ধরেই এ কারখানাটি মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই মনে করছে, খাদ্য ও পারমাণবিক অস্ত্র উভয় কাজেই কারখানাটি ব্যবহূত হতে পারে। গত মাসে প্রকাশিত একটি গবেষণাপত্রে মার্গারেট ক্রয় নামে গবেষক বলেন, ডিপিআরকে বা উত্তর কোরিয়ার সার প্রয়োজন যেমন সত্য, তেমনি কীভাবে ইউরেনিয়াম সংগ্রহ করতে হয় তার প্রযুক্তিও তাদের কাছে রয়েছে। এ কারখানাটি থেকে সার উৎপাদন করে যেমন কৃষকদের সহায়তা করা যাবে, তেমনি ফসফরিক অ্যাসিড থেকে ইউরেনিয়াম সংগ্রহেও সহায়তা করবে। এর মাধ্যমে বহির্বিশ্বের কাছে নিজেদের পারমাণবিক কর্মসূচি আড়াল করতে পারবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার হাতে ইউরেনিয়ামের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ১৯৯২ সালে আন্তর্জাতিক আণবিক জ্বালানি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, তারা দুটি খনি ও দুটি প্রক্রিয়াকরণ কারখানা দেখেছে এবং তখন থেকেই তা পর্যবেক্ষণের মধ্যে রাখছে। ১ মে সার কারখানা উদ্বোধন অনুষ্ঠানে কিম বলেন, এ প্রকল্পটির মাধ্যমে ‘আত্মনির্ভরশীলতার’ প্রতি দেশটির অঙ্গীকারকে প্রদর্শন করছে। তিনি আরো জানান, এ কারখানা দেখলে তার পিতা ও পিতামহ ‘অনেক খুশি হতেন’।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest