হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধীর বাড়িতে ইউএনও বাঁধ ভেঙেছে ঈদের খুশি

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ৭, ২০২০

হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধীর বাড়িতে ইউএনও বাঁধ ভেঙেছে ঈদের খুশি
মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধি
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ কথার আবারও প্রমাণ দিলেন বরগুনার তালতলী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
বৃহস্পতিবার(০৭ মে)দুপুরে উপজেলার ছোটবগী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার অসহায় প্রতিবন্ধী ইমরান হোসেনকে একটি হুইল চেয়ার উপহার দেন সাথে নগদ ১ হাজার টাকা দেন তিনি ।
জানাগেছে ইমরান হোসেন খান জন্মগত ভাবে প্রতিবন্ধী। হাত পা থাকলেও সেটা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট।বাবা একজন সাধারণ কৃষক। অভাব অনাটনে চলে ইমরানের পরিবার। প্রতিনিয়তই চলে কষ্টকর জীবন। এমন অসহায় জীবনযাপন করা ইমরানের পাশে এর আগে কেউ এগিয়ে আসেনি । কোনো মতে কাঠ ও লোহার রট দিয়ে বানানো হুইলচেয়ারে বসে চলাচল করতো। ইমরানের হুইল চেয়ারের সহযোগিতা চেয়ে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন ফেইসবুকে একটি ছবি পোস্ট করেন। পোস্টটি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর হয়। সাথে সাথে তিনি খোঁজ খবর নেন, এবং পরবর্তীতে ঔ প্রতিবন্ধীকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সহযোগিতায় একটি হুইলচেয়ার সাথে ১ হাজার টাকা দেন। ইমরানের বাবা সোহরাফ হোসেন বলেন এই হুইলচেয়ার ছাড়া আমার ছেলে প্রায় ১০ বছর কষ্ট করেছে। টাকার অভাবে একটা হুইল চেয়ার ক্রয়ে করতে পারিনি। এই হুইল চেয়ার পেয়ে আমার ছেলে ঈদের আনন্দের চেয়ে বেশি খুশি আজ এই দিনটি আমাদের সারাজীবন মনে থাকবে । তাই এই চেয়ার পেতে যারা কষ্ট করছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন,উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি জাকির হোসেন চুন্ন প্রমুখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest