নির্বাচনী আচরণ বিধি অগ্রাহ্যঃ দুমকিতে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভিডিও কলে এমপি’র ভোট প্রার্থনা।

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মে ২, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে নির্বাচনী আচরণ বিধি অগ্রাহ্য করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ড. হারুন অর রশীদ হাওলাদারের পক্ষে ভিডিও কনফারেন্সে ভোট চাইলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সাংসদ এবিএম রুহুল আমীন হাওলাদার।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনৈক নিমাই গোলদারের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের কাছে তিনি (এমপি) ভিডিও কনফারেন্সে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদারের পক্ষে সমর্থন ও ভোট চান।
এর আগে গত রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি ওই প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন।
নিমাই গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচনী আইনে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সভা সমাবেশ না করার বাধ্যবাধকতা থাকলেও বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার তা আমলে নিচ্ছেন না। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করছেন এবং ওই সভায় স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদারের নাম ব্যবহার, ভিডিও কলে সাধারণ ভোটারদের সমর্থন আদায়ের নানা কৌশলে আচরণ বিধি লঙ্ঘণ করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest