বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা।

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ৭, ২০২০

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা।
শফিউর রহমান কামাল, বরিশাল ব্যুরোঃ
বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ৭ মে বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন এসময় চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাঠপট্টি বেটতলা বাজার, ফকির বাড়ি ও চকবাজার, গীর্জা মহল্লা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয় করার অপরাধ পতিহত করার লক্ষ্যে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১টি প্রতিষ্ঠান কে মোট ১ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা।অভিযানকালে নগরীর নতুনবাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকার অপরাধে হানিফ তার কৃত অপরাধ স্বীকার করলে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১ হাকার টাকা জরিমানা করা হয়।বগুড়া রোড এলাকায় সরকারি ভাতা বিতরণের সময় সামাজিক দূরত্ব ছিল না। উক্ত স্থানে সবাইকে হ্যান্ড মাইকের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। একই পন্থায় নতুল্লাবাদ, নবগ্রাম ও চৌমাথা বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র্যাব-৮ এর সদস্যগণ। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest