নলছিটিতে শতাধিক কৃষকদের মাঝে ব্যক্তি উদ্যোগে কৃষি বীজ বিতরণ

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মে ৭, ২০২০

নলছিটিতে শতাধিক কৃষকদের মাঝে ব্যক্তি উদ্যোগে কৃষি বীজ বিতরণ

এইচএম সিজার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনধি
ঝালকাঠির নলছিটিতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তরুন ব্যবসায়ী আশিকুর রহমান ছোটন ব্যক্তিগত উদ্দ্যোগে কৃষি বীজ বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকালে তিনি তাঁর নিজ জন্মভূমি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে শতাধিক কৃষকের মাঝে এ বীজ বিতরণ করেন।

করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কৃষকরা যখন নগদ অর্থে বীজ কিনতে হিমশীম খাচ্ছিল। ঠিক সেই মুহুর্তে কৃষকদের কথা চিন্তা করে এ ব্যতিক্রমী উদ্দ্যোগ নিয়েছেন এ তরুন ব্যবসায়ী।

ব্যবসায়ী আশিকুর রহমান ছোটন জানান, দেশের এই সংকটময় মহামারীতে সকলের পাশে দাঁডানো আমাদেও সকলের নৈতিক দ্বায়িত্ব। শুধু ত্রাণ দিয়ে মানুষের সমস্যা দূর করা সম্ভব না। কৃষি উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য সংকট দূর করতে হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এলাকার অসহায় কৃষকের পাশে দাঁড়াই।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest