কুয়াকাটায় ভূয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী আটক

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মে ৮, ২০২০

কুয়াকাটায় ভূয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী আটক
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখানোর সময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ব্যবসায়ীরা।আজ শুক্রবার বিকালে সৈকত সংলগ্ন টুরিস্ট পার্ক এলাকা থেকে তাকে আটক করে মহিপুর থানা পুলিশ। আটককৃত যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
গত ২দিন আগে কুয়াকাটা আসা ওই যুবক এবং আরোও এক ব্যক্তি ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়িদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। আটক হওয়া ওই যুবক বরিশাল সদরের ২২ নং ওয়ার্ড কাজীপাড়ার আব্দুল করিমের ছেলে বলে জানা যায়।
মহিপুর থানার এসআই সাইদুর রহমান জানান, আটককৃত ওই যুবকের নাম রফিক (৩৫)। সে পেশায় এক জন নির্মাণ শ্রমিক। আটকের সময় রফিকের কাছ থেকে অনেক গুলো চাবি, ১টি চাকু, ১টি কেচি, রশি, জাতীয় পরিচয় পত্রসহ একাধিক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, আটককৃত রফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানষিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে বরিশাল সদর থানায় খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তার অভিবাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest