বীরগঞ্জে ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

বীরগঞ্জে ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহী নিহত

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় মোঃ আব্দুল মান্নান (৫৫) নামে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ আব্দুল মান্নান পঞ্চগড় জেলার সদর উপজেলার গরিণাবাড়ী ইউনিয়নের জলমহল বানিয়াপাড়া গ্রামের মোঃ আব্দুস সোবহানের ছেলে। এলাকাবাসী জানায়, সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট হতে মটর সাইকেল যোগে নিজবাড়ী পঞ্চগড় জেলার সদর উপজেলার গরিণাবাড়ী ইউনিয়নের জলমহল বানিয়াপাড়া গ্রামের যাওয়ার পথে বিপরীত গামী পন্যবাহী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মারা যায় মোঃ আব্দুল মান্নান। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়েছে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest