ঝালকাঠি প্রতিনিধি টানা তৃতীয় বারের মত সহাকারী পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছেন এ্যাড. সনজয় কুমার মিত্র। ঝালকাঠি অাইনজীবি সমিতির এ সদস্য গত দুই মেয়াদে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় এবারও তাকে মনোনীত করেন জেলা ম্যাজিস্ট্রেট। এপিপি সনজয় কুমার মিত্র ১৯৯০ সালে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঝালকাঠি সরকারি কলেজ থেকে ১৯৯৩ সালে এইচএসসি এবং বরিশাল ব্রজমোহন কলেজ থেকে রাস্ট্রবিজ্ঞানে সন্মানসহ এম.এস.এস ডিগ্রি অর্জন করেন। বরিশাল আইন মহাবিদ্যালয় থেকে এলএল.বি পাস করে ২০০৫ সালে তিনি ঝালকাঠি আইনজীবী সমিতিতে যোগদান করেন।