দিনাজপুরে ১৮ জন করোন রোগী শনাক্ত মধ্যে ঘোড়াঘাটেয় ১৫

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

দিনাজপুরে ১৮ জন করোন রোগী শনাক্ত মধ্যে ঘোড়াঘাটেয় ১৫
মোঃ হাসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি
দিনাজপুরে ১৮জন নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । এর মধ্যে ঘোড়াঘাট উপজেলায় ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এছাড়াও নবাবগঞ্জ উপজেলায় ১ জন , বিরল উপজেলায় ১ জন ও ফুলবাড়ী উপজেলায় ১জনের শরীরে করোনা শনাক্ত হয়ছেন। আজ শনিবার সন্ধায় দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ৮২ জনে। এর মধ্যে ঘোড়াঘাট উপজেলায় ১৯ এবং নবাবগঞ্জ উপজেলায় ৭। এদের মধ্যে ঘোড়াঘাট উপজেলায় সুস্থ হয়েছেন ৪ জন এবং নবাবগঞ্জ উপজেলায় সুস্থ হয়েছেন ৩ জন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম বলেন,‘উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেথেকে অনেক আগেই ওই সব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিলো। কিন্তু তাঁদের নমুনা পরীক্ষার ফলাফলা একটু দেরিতে আসলো। এই জন্য হঠাৎ ১৫ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছেন। তিনি বলেন,ইতোমধ্যেই আজ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮ জনের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। অবশিষ্ঠ বাড়িগুলোকেও লকডাউন ঘোষণা করা হবে। আক্রান্ত ব্যক্তিরা সবায় ঢাকা ফেরত।তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।এদের মধ্যে একই ইউনিয়নের ৭জন রয়েছেন। এদিকে নবাবগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন,‘এক ব্যক্তির নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়িটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ বলেন, ‘নতুন করে শনাক্ত হওয়া সকলে ঢাকা ফেরত।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest