বানারীপাড়া মহাসিন ব্যাপারির ডগ ইয়ার্ডে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

বানারীপাড়া মহাসিন ব্যাপারির ডগ ইয়ার্ডে  দুর্বৃত্তদের আগুন
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ
বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামের মহসিন বেপারীর মা বাবার নামক ডকইয়ার্ডে বৃহস্পতিবার আনুমানিক রাত্র ১.৩০ মিনিটের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ডকইয়ার্ডের মালিক মহসিন বেপারী বলেন যে, রাতের আধারে আমার বসত ঘরে বাহির থেকে দরজার ছিটকানি লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে নদীর তীরে গড়ে তোলা মহসিন বেপারীর মা বাবার দোয়া নামক ডকইয়ার্ডের মেশিন সহ যন্ত্রাংশ রাখার টিনসের্ড ঘরে বৃহস্পতিবার দিবাগত রাত্র আনুমানিক ১.৩০ মিনিটের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে ডকইয়ার্ডের পাশে বসবাসরত স্থানীয়রা টিনসেটের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকার অবস্থা দেখতে পেয়ে ডকইয়ার্ডের মালিক মহাশিনের বাড়িতে ছুটে গিয়ে দেখতে পায় বসবাসের ঘরটি বাহির থেকে ছিটকানি লাগিয়ে দিয়েছে। পড়ে নুরু বেপারী ও কামরুল বেপারী অভিযোগ করে বলেন যে, আমরা দুজনে গিয়ে তখন ডকইয়ার্ডের মালিক মহসিন বেপারীর ঘরের দরজা খুলে দেই। স্থানীয়রা সহ ডকইয়ার্ডে মালিক মহসিন বেপারী টিন সেড ঘরটির আগুন নিভাতে চেষ্টা করলে আগুন নিভাতে সম্পূর্ন ব্যর্থ হয়। মহসিন বেপারীর ভাষ্য মতে টিনসেটের ঘরটি ও ঘরে থাকা ৩ টি ওয়েল্ডিং মেশিন ১ টি শার্কিট ওয়েল্ডিং মেশিন সহ প্রায় ৫ লক্ষ দিক টাকা মূল্যের বিভিন্ন মেশিন, রং ও যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে শুক্রবার সকালে ডকইয়ার্ডের মালিক মহসিন বেপারী বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেন যে, আমার এ ডকইয়ার্ডের ব্যবসা প্রতিষ্ঠানটি যাহাতে এখানে না চালাতে পারি এ কারনে কতিপয় লোকজন দীর্ঘ দিন পর্যন্ত বিরোধিতা করে আসতেছিল। তাহারা এই ক্ষতি সাধন করে থাকতে পারে। অভিযোগের ভিত্তিতে বানারীপাড়া থানার এসআই মঞ্জুরুলকে তদন্তের জন ঘটনা স্থলে দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিক তাহাকে ঘটনার বিষয় জানতে চেয়ে প্রশ্ন করা হোলে তিনি বলেন যে, আমরা ঘটনাটি তদন্ত করছি তদন্ত শেষ হলে বানারীপাড়া থানা ইনচার্জ ওসি সাহেবের মাধ্যমে ঘটনাটি আপনাদেরকে অবহিত করা হবে। মহসিন বেপারী আরো বলেন যে কিছুদিন আগে আমার ডকইয়ার্ডের ব্যবসার বিরোধী কারীরা পরিবেশ দূষন হচ্ছে এই অভিযোগ করলে উপজেলার ইউএনের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট (ভূমি) অনুপ দাস ঘটনা স্থলে এসে ডকইয়ার্ডের মালিক মহসিন বেপারীকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ডকইয়ার্ডের সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest