কোন পথে বাংলাদেশ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

কোন পথে বাংলাদেশ

: : :: : কোন পথে বাংলাদেশ : : : : : :
::::::::: শামীম হোসেন জয় ::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
কোনো অস্ত্র নয় কোনো যুদ্ধ নয়
একটি অদৃর্শ্য শত্রুর কাছে হেরে যাচ্ছে মানবজাতী
বড় শক্তি, উন্নত চিকিৎসা ব্যার্থ হয়ে
জ্ঞানিরা বলছেন প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি।
:
চারোদিকে হতাশা আর মৃত্যুর ভয়
করোনা আতঙ্কে থর থর করে কাপছে বিশ্ব
ব্যবসাই, কৃষক, শ্রমিক, ভবঘুরে , বেশ্যা
সকলেই গৃহবন্ধি কর্মহীন বড় বিমর্ষ।
:
কর্মময় ব্যাস্ত যানজটের নগরী আজ থম থমে
ফাকা রাস্তায় চেকপোস্ট বসেছে পুলিশ আর সেনাদের
খুব জরুরী কাজে বেরহওয়া মানুষের সাথে
মাঝে মধ্যে দেখা হয় সংবাদ কর্মিদের।
:
দুষ্ট লোকের গৃহদগ্ধে আলু সিদ্ধ
দ্বায়িত্বশিল ব্যাক্তিদের জোকার সুলভ আচারন
তবুও জানতে চায় হতাশাগ্রস্ত মানুষগুলি
কোন পথে যাচ্ছে বাংলাদেশ ?
:
গলির মাথার চায়ের দোকান গুলো কি কখনোই খুলবেনা
কখনোই কি বসবেনা গাজী বাড়ীর মেলা?
আইপিএল, বিপিএল, অলেম্পিক বিশ্বকাপ
কখনোই কি আর হবেনা আসর জমানো খেলা?

যাত্রী বোঝাই বাস গুলো কি
আর কখনো মাতবেনা নোংরা প্রতিযোগিতায় ?
কখনোই কি আর দেখা হবেনা
খোকন মিয়ার সাপখেলা, রুস্তুম ভাইয়ের জমানো আসর?

ক্যাম্পাসে, টিএসসি,চারুকালায় কি কখনোই
আসা হবে না মুখর ঝাঁজালো মিছিল দিয়ে?
সন্ত্রাসিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও
কুশপুত্তলিকা, প্লেকাড, ব্যানার নিয়ে।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest