জাহাঙ্গীর ইসলাম, বগুড়া প্রতিনিধি ।
বগুড়ার শেরপুরে বুধবার এক পুলিশ কনস্টেবলসহ তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শেরপুর উপজেলায় আক্রান্ত হলেন ৮ জন। বুধবার রাত ৮ টায় শেরপুর হাসপাতালের ডা. আবু হাসান এ তথ্য জানান। আজ যাদের নমুনায় করোনা পজিটিভ হয়েছে তারা হলেন- শেরপুর থানার পুলিশ সদস্য মমিনুল ইসলাম (৩৫), খামারকান্দি ইউনিয়নের মাগুড়ারতাইড় গ্রামের মোজাফফর হোসেন (৩৮) ও শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া গ্রামের ওমর ফারুক (১৭)। মঙ্গলবার শেরপুরে ৪ জন ও গত সোমবার ১জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়।