ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯
উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে পৃথক দুটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি নাজিরপুরে স্থাপনের দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, তুহিন হালদার তিমির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বিপংকর গোলদার দিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম আকন প্রমূখ। বুধবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত এ অনুমোদন দেন। এর আগে গত ২ জুলাই স্থানীয় সংসদ সদস্য (পিরোজপুর-১) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেখানে (পিরোজপুর) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা জানতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে চিঠি দেওয়া হয়। সে পরিপ্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পিরোজপুর জেলার পার্শ্ববর্তী বাগেরহাট ও ঝালকাঠী জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। বিভাগীয় শহর বরিশালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও কোনো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় নেই। পটুয়াখালী জেলায় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থাকলেও পটুয়াখালী পিরোজপুরের নিকটবর্তী কোনো জেলা নয়। চিঠিতে আরও বলা হয়, পার্শ্ববর্তী জেলাগুলোতে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা গ্রহণের অধিক সুযোগ সৃষ্টি হবে। তাই পিরোজপুরে সরকারি উদ্যোগে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করানো হয়েছে ওই চিঠির মাধ্যমে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, পিরোজপুরে একটি বিশ্ববিদ্যালয স্থাপনের জন্য প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করি। প্রধানমন্ত্রী ওই এলাকার মানুষের ও দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ওপর উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা উপলব্দি করে এখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST