কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ-যুবলীগকর্মীরা

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ-যুবলীগকর্মীরা
রিফাত আহমেদ রাসেলঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালে নেত্রকোনার দুর্গাপুরে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা । উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন ও দূর্গাপুর উপজেলার ছাত্রলীগের দপ্তর সম্পাদক আনিসুজ্জামান রনির নেতৃত্বে শনিবার বিকেলে উপজেলা কুল্লাগড়া ইউনিয়নের আগারপাড়া গ্রামের স্থানীয় কৃষাণী মীনা মানকিং পায় ৬ কাটা জমির ধান কেটে দেয় ১০/১৫ জনের ছাত্রলীগ ও যুবলীগের স্বেচ্ছাসেবকরা । স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকের জমির ধান সংগ্রহে এগিয়ে আসায় স্বেচ্ছাসেবকরা খুশি জমির মালিক । এর আগে গত বুধবার উপজেলার সদর ইউনিয়নের থাউশাল পাড়া গ্রামের স্থানীয় কৃষক সমীর সাংমার ৪কাটা জমির ধান কেটে দেয় তারা। এই সময় ধান কাটায় অংশগ্রহণ ছাত্রলীগকর্মী নাজমুল হক নিলয়, মনির হোসেন, জুয়েল মিয়া, সৈকত মিয়া, ইয়াসিন, সাকিব সহ প্রমুখ । স্বেচ্ছাসেবকরা জানায়, দেশে চলমান করোনাভাইরাস সংকটে সারা দেশ থেকে শ্রমিক আসা প্রায় বন্ধ । এমন অবস্থায় জমির ধান পাকা নিয়ে অনেকটাই চিন্তার মাঝে পড়েছেন স্থানীয় দরিদ্র কৃষকেরা । তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে আমরা । আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকের জমির ধান সংগ্রহ করে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছি ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest