এস ইসলাম, লালপুর (নাটোর ) প্রতিনিধি । লালপুরে শতাধিক দুস্থ দারিদ্রপীড়িতদের মধ্যে উপজেলা চেয়ারম্যানের নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছেন । আজ রবিবার(২৪মে) সকালে উপজেলার বিরোপাড়া ও বৈদ্যনাথ পুর এলাকার কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় শতাধিক মানুষের মধ্যে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী । এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আ.লীগের সদস্য বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মো: সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক আসিয়া জয়নুল বেনু, লালপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর সাত্তার হিরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।