রাজশাহীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী আটক

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

রাজশাহীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী আটক
রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে টাকা ও মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে জিসান নামের এক ছিনতাইকারী আটক হয়েছে। আটক ছিনতাইকারী নগরীর বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় এলাকার শাহজাহানের ছেলে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে তালাইমারি মোড়ে ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় টাকা নিয়ে তার সঙ্গে থাকা অপ ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ পারভেজ জানান আজ বুধবার দুপুর সোয়া একটার দিকে তিন জন হাফেজ নগরীর তালাইমারি মডেল সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এ সময় জিসান ও অপর এক ছিনতাইকারী তাদের পথরোধ করে প্রকাশ্যে তাদের ছুরি-চাকু দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করে নেয়। পলাতক ছিনতাইকারী ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও জিসানকে দৌড়ে পালানোর সময় আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। সেই মামলায় আটক ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest