ঘরবন্দী জীবনকে রাঙাতে হাবিপ্রবিসাসের বিশেষ আলাপন পর্ব

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০

ঘরবন্দী জীবনকে রাঙাতে হাবিপ্রবিসাসের বিশেষ আলাপন পর্ব
হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) ঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস এর প্রভাবে সারাবিশ্বের মুসলমানরা এবার ঘরবন্দী অবস্থাতেই ঈদ উদযাপন করছে। বাংলাদেশেও এই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থেকেই ঈদ পালনের আহবান সরকারের । করোনা মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চলছে দীর্ঘদীনের ছুটি। এমতাবস্থায় ঈদকে আনন্দময় ও ঘরে বসে থাকার একঘেয়েমি দূর করতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি চালু করে হাবিপ্রবিসাস ঈদ আলাপন। সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির এর সঞ্চালনায় প্রতিদিন রাত ৯ টা হতে হাবিপ্রবি সাংবাদিক সমিতি তাদের ফেসবুক পেজ থেকে এই আলাপন চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে অনলাইন ভিত্তিক এই আলাপনটি। এ কদিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকগণ ছাড়াও এতে অংশ নিয়েছেন বিভাগীয় শিক্ষকেরা এবং অনেকেই অনলাইন এই আলাপনে যুক্ত হওয়ায় আগ্রহও প্রকাশ করেছেন। অনলাইন ভিত্তিক এই আলাপনে শিক্ষার্থীদের শিক্ষাবিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন অতিথীরা। ফলে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে হাবিপ্রবিসাস আলাপনের। এ ব্যাপারে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, করোনাকালীন দেশের এই পরিস্থিতিতে জীবন যাপনে স্থবিরতা চলে এসেছে। কর্মহীন অলসময় জীবন তার ছন্দ হারাতে বসেছে। করোনাকালীন জীবনকে ছন্দময় ও আকর্ষণীয় করতে আমাদের এই উদ্যোগ। আমরা মনে করছি, এই আলাপনের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানার পাশাপাশি জীবনকে নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখার সুযোগ পাবে। আমাদের এই আলাপনে আমরা চেষ্টা করছি প্রতিদিন নতুন কোন অতিথিকে আনার। এবং এতে বেশ সাড়াও পেয়েছি। হাবিপ্রবিসাসের পক্ষ থেকে এই জন্য আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের আলাপনে সাড়া দিয়ে পাশে থাকার জন্য। উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় আজকেও হাবিপ্রবি সাংবাদিক সমিতির ফেসবুক পেজ থেকে রাত ঠিক ৯ টায় শুরু হবে হাবিপ্রবিসাস ঈদ আলাপন। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest