ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার গোবিন্দগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব ও দুঃস্থ অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা ব্যবস্থাসহ ওষুধ পত্র বিতরণ করা হয়।
ওইদিন সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহাম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। মেডিকেল ক্যাম্পে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সাহারুল আলম মন্ডলের নেতৃত্বে ৯ জন চিকিৎসক এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল আলম জুয়েল সভাপতিত্বে এবং পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবীব প্রধান রফিক, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, পৌর বিএনপি’র সদস্য সচিব আবু জাফর লেলিন, ১নং সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু, উপজেলা বিএনপি’র চলতি দপ্তরের দায়িত্বে থাকা সাজাদুর রহমান সাজু, পৌর যুবদলের আহবায়ক মঈন উদ্দিন লিপন বিশেষ, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST