ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোলে মোজাহার এন্টারপ্রাইজের গরম মোবিল বহনকারী ট্রাকের গরম মোবিলে ৩ মোটরসাইকেল আরোহী দগ্ধ হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বাজারের তালশারির মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। দগ্ধ ৩ আরোহী হলো, বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের সুলতান আহম্মেদ বাবু মেম্বারের ছেলে শাকিব (২৪), একই গ্রামের চাঁদ মিয়া লেটোর ছেলে মিরাজ হোসেন (২২) ও নামাজ গ্রামের কামরুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২৫)। দগ্ধ শাকিবের বাবা বাবু মেম্বার জানান, তার ছেলে ও ছেলের অপর দুই বন্ধু বেনাপোল কাগজপুকুর বাজার থেকে বেনাপোল বাজারে আসছিল। এসময় বেনাপোল তালশারি মোড়ে মিলন চেয়ারম্যানের তেল পাম্পের সামনে আসলে, মোজাহার এন্টারপ্রাইজের একটি গরম মোবিলবাহী ট্রাক দুরুত্ব গতিতে এসে তালশারি মোড়ের বীটে জোরে ব্রেক মারে। এতে ট্রাকের ট্যাংকে থাকা মোবিল গিয়ে পড়ে ৩ আরোহীর গায়ে। এসময় ট্রাকের মোবিলের ট্যাংকের মুখ খোলা ছিল। এতে করে তারা ৩ জন মারাত্মকভাবে দগ্ধ হয়। দগ্ধ ৩ জনকে তৎক্ষনাৎ স্থানীয়রা বেনাপোল বাজারের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ মিন্টু রহমান (আরএমপি) জানান, দগ্ধ ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ গরম মোবিলে ঝলছে গেছে। তাদের মধ্যে শাকিব ও রাব্বি অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর আড়াইশো শয্যা হসপিটালে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST