মোহনপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক, দেশিয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ২, ২০২০

মোহনপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক, দেশিয় অস্ত্র উদ্ধার
রাজশাহী ব্যুরো : রাজশাহীর মোহনপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক ও ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগ রাত সোয়া ১২টার দিকে মোহনপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার মোহনপুর থানার গোপইল গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে হৃদয় হোসেন (২০), বাদেজাল গ্রামের আব্দুল হালিমের ছেলে সোহাগ হোসেন (২১), একই গ্রামের সুলতানের ছেলে মুজাহিদ হোসেন (২১) ও একই এলাকার সাইদুরের ছেলে আকাশ আহমেদ (২১)। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চারজন সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজের জন্য ব্যবহৃত দুইটি ছুরি, চারটি লোহার রড, একটি প্লাস, একটি বোল্ট কাটার টুলস ও মোবাইল ফোন উদ্ধার করে। এ বিষয়ে পুলিশের পক্ষে মোহনপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest