ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের শার্শা থেকে ৮ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পর্যন্ত শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, শার্শা থানার কন্যাদহ গ্রামের রহমত বদ্দির ছেলে পলাশ বদ্দি (৪২), কাশিপুর গ্রামের ফজর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), চটকাপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রোমেছা খাতুন (৪৭), একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রিজিয়া খাতুন (৪৩), মফিজুর রহমানের স্ত্রী জামিলা খাতুন (৩৫), রাজনগর গ্রামের খোরশেদের ছেলে জুয়েল রানা (৫০), সমন্ধকাঠি গ্রামের মজিদের ছেলে ট্রিপন (৪০) ও ধলদা গ্রামের লাবুর স্ত্রী ফরিদা খাতুন (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শা থানার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST