আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের নলডাঙ্গায় ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন নওগাঁর বদলগাছী শাখার ব্র্যাক ম্যনেজার মোস্তফা কামাল।আহত হয়েছেন তার স্ত্রী দীপ্তি খাতুন।তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নলডাঙ্গা থানার এসআই রুবেল উদ্দিন জানান,অসুস্থ এক স্বজনকে রক্ত দেয়ার জন্য দুপুরে নওগাঁর বদলহাছী থেকে মোস্তফা ও স্ত্রী মোটরসাইকেলে পাবনার সুজানগর যাচ্ছিলেন। পথে নাটোরর নলডাঙ্গা উপজেলা খোলাবাড়িয়া এলাকায় ইঁটবাহী ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়।তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষনা করে।