ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
শার্শা(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল বাস স্ট্যান্ড থেকে ৬৫ হাজার ৪ শ” ইউএস ডলারসহ সজীব (২৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।বুধবার (২৭ নভেম্বর) বিকালে তাকে আটক করা হয়। আটক সজীব সরিয়াতপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪ শ” ইউএস ডলারসহ সজিবকে আটক করে। যা বাংলাদেশি টাকায় ৫৬ লাখ টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST