যশোরের নতুন হাট থেকে পানপাতাসহ ৯ টি ট্রাক আটক

প্রকাশিত: ৪:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের কোতয়ালী থানাধীন নতুনহাট নামক স্থান হতে ৫৮৩০০ কেজি ভারতীয় পানপাতাসহ ৯ টি ট্রাক আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পানপাতাসহ এ ৯ টি ট্রাক আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বুধবার (২৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল আনা নেওয়া করছে, এমন গোপন খবরে, যশোর ব্যাটালিয়নের হাবিলদার আব্দুল মতিন এর নের্তৃত্বে একটি তল্লাশি অভিযান চালিয়ে যশোর কোতয়ালী থানাধীন নতুন হাট নামক স্থানে মেইন রোড হতে ৯ টি ট্রাকসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ৫৮৩০০ কেজি পান পাতা আটক করা হয়। ট্রাকসহ আটককৃত পানপাতার মূল্য ৩,৪১,৬০,০০০/- (তিন কোটি একচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা। ট্রাকসহ আটককৃত পানপাতা যশোর বিভাগীয় শুল্ক গোডাউনে জমা করা হয়েছে বলে তিনি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest