ঢাকা ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি ।
রংপুরে করোনার ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর পুলিশ,সাধারণ ছুটি শেষে করোনা সংক্রমণ রোধে বেশকিছু নির্দেশনা ও শর্তাবলি দিয়ে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে সবকিছু। কিন্তু দেশের অন্যান্য জেলার মতো রংপুরেও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে করে প্রতিদিনই অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে করোনা ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ জনসচেতনতা সৃষ্টিতে তৎপরতা বাড়িয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুর থেকে নগরীর বিভিন্নস্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় পরিবহন শ্রমিক, মালিকসহ যাত্রী ও সাধারণ মানুষদেরকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান করা হয়।দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস, ট্রাকসহ ছোট-বড় অন্যান্য যানবাহনে তল্লাশি চালিয়ে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারীদের সতর্ক করে দেন পুলিশের কর্মকর্তারা। এছাড়াও সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে পথচারী থেকে শুরু করে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।এব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম বলেন, করোনা মোকাবিলা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পুলিশ বিভাগ শুরু থেকেই ঝুঁকি নিয়ে কাজ করছে। সেই দিক থেকে রংপুর মহানগর পুলিশও পিছিয়ে নেই। অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এই মহামারিকালে জনসচেতনতা বাড়াতে তৎপরতা অব্যাহত রয়েছে।আরও বলেন, বর্তমানে রংপুরে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এটা সবার জন্য উদ্বেগজনক। আমরা সাধারণ মানুষদেরকে করোনায় কি করনীয় ও বর্জনীয়, তা নিয়ে সচেতন করার চেষ্টা করছি। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারীদের সতর্ক করছি।এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) উজ্জ্বল চক্রবর্তী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) ইমরান হোসেন, টিআই (ট্রাফিক উত্তর) দেলোয়ার হোসেন প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST