বরিশালে মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজের শুভ উদ্ধোধন সম্পন্ন

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন, ‘সড়ক পরিবহন আইন সবার জন্য সমান, সড়কে শঙ্খলা ফেরাতেই এই আইন করা হয়েছে। নিরাপদ সড়কের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা লাগবে, মাইন্ডসেটের পরিবর্তন আনতে হবে। সচেতনতা বাড়াতে হবে। জনগণকে বুঝাতে হবে যে, শুধু চালকের ভুলে দুর্ঘটনা হয় না অন্যান্য কারণেও হয়।’ আজ ২৮ নভেম্বর বৃহঃবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়ক পরিবহন আইন নিয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ ছালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভুইয়া, ডিসি ট্রাফিক খায়রুল ইসলাম। এর আগে বেলুন উড়িয়ে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ফেইসবুক পেইজের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। এসময় ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest