ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মোঃ মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকাল ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী কুড়েঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মোটরসাইকেল চালক সাদেকুল ইসলাম (২৮) সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের পয়সা ফেলা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার বিকালে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ভূল্লী যাচ্ছিলেন পথে কুড়েঘড় এল এস ডি গোডাউন সংলগ্ন পৌঁছলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে মোটার সাইকেলে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল চালক সাদেকুল ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান,ঘটনায় বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest