আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে পাঁচবিবি থানার এক উপ-পরিদর্শক (এসআই) এর দেহে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে এবং এই নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ জন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে পাঁচবিবি থানার উক্ত এস,আই এর নমুনা সংগ্রহ করে বগুড়া পাঠানো হলে রবিবার প্রতিবেদন আসে। প্রতিবেদনে তাঁর করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। পাঁচবিবি থানা পুলিশ সূত্রে জানা গেছে, করোনা সনাক্ত পুলিশের এস, আইকে জয়পুরহাট জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।