ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
রাজশাহী ব্যুরো :
রাজশাহী বিভাগে আরো ১৯৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে রাজশাহী বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭০৫ জনে। আর মৃত্যু হয়েছে ৪ জনের। গতকাল মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিভাগে মোট করোনা পজিটিভ হয়েছে ২ হাজার ৭০৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩৪ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৪৬ জনসহ মোট সুস্থ্য ৫৮৩ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪১৪ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে। বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৬ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৩৭জন। ২২০ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে নওগাঁ। এছাড়া রাজশাহী জেলায় ১৪৫ ও চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন, নাটোরে ৮৬ জন, সিরাজগঞ্জ ২১২ ও পাবনায় ২০৯ জন রোগী শনাক্ত হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST