শার্শায় ১৬ ডিসেম্বরের প্রস্তুতিমূলক সভা…. বঙ্গবন্ধু মানেই লাল সবুজের বাংলাদেশ… শেখ আফিল উদ্দিন এমপি

প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

এসএম স্বপন,বেনাপোলঃ যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, আসছে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। যা ভাবতেই অবাক লাগে। একটু পিছনে ফিরে তাকালেই দেখতে পাই ৭১ পূর্ববতী সময়ে আমরা ছিলাম পরাধীন জাতি। যে জাতির নিজস্ব চিন্তাভাবনার কোন মূল্য ছিলনা। সুন্দরভাবে মায়ের ভাষায় কথা বলব! তাও হরণ করা হতো। ছিনিমিনি খেলা হতো আমাদের জীবন নিয়ে। কি নরক যন্ত্রণাই না আমরা অতিবাহিত করেছি। আজ আমরা স্বাধীন জাতি। মনের মতো করে কথা বলছি আর নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করছি। যা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐকান্তিক প্রচেষ্টা আর দুঃসাহসের কারণে। তাই, সকল সময় বলব, মাথা উঁচু করে বলব: বঙ্গবন্ধু মানেই লাল সবুজের বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত শার্শায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৯ যথা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে একথাগুলী বললেন তিনি। শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বরের এ প্রস্তুতিমূলক সভায় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, ৭১-এ দেশের যেসকল অকূতোভয় বীর বাঙালীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নিজেদের জীবন বাজি রেখে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, আমাদেরকে এনে দিয়েছিলেন লাল সবুজের পতাকা! আমরা তাঁদেরকে শত-শ্রদ্ধার সাথে স্মরণ করব। এ বিজয় আমাদের গর্বের বিজয়। তাই, শত ব্যস্ততার মাঝে হলেও আমাদেরকে ১৬ ডিসেম্বরের বিজয়কে জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। নতুন প্রজন্মরা যাতে বঙ্গবন্ধু এবং ১৬ ডিসেম্বর সম্পর্কে জানতে পারে তার জন্য শার্শায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গ্রাম পর্যায়ের প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের বিষদ আলোচনা করেন তিনি। বলেন, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার শার্শা উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ গ্রামগঞ্জে মাইকিং করে চাষীদেরকে জানিয়ে দেবেন। রবিবার প্রান্তিক চাষী নির্ণয় পূর্বক তাদের কাছ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ন্যায্য মূল্যে চাল ক্রয় করবেন। এসময়, শার্শা উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় উপজেলার নিবন্ধিত ২২ সিআইজি সমূহের মাঝে ১০০ মিটারের ১টি করে জাল বিতরণ করেন এমপি শেখ আফিল উদ্দিন। উক্ত অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম, শার্শা থানার অফিসার ইনচার্য(ওসি) আতাউর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, কৃষি কর্মকর্তা সৌতম কুমার সীল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সমবায় কর্মকর্তা রফিকুজ্জামান, দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিউর রহমান, পাকশি বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ সরকারি কলেজের প্রভাষক হাসানুজ্জামান, শার্শা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, পাকশিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা ফুয়াদুল ইসলাম, প্রোগ্রাম কর্মকর্তা দেবসীস সাহা, তথ্যসেবা কর্মকর্তা সুমনা পারভীন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, গোগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, সাধারণ সম্পাদক সাহেব আলী, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest