রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা ৩৪২০ জন, মৃত্যু ৪৫

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা ৩৪২০ জন, মৃত্যু ৪৫
রাজশাহী ব্যুরো : রাজশাহী বিভাগের ৮টি জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ জনের। বিভাগের ৮জেলার মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ করোনা পজিটিভ রোগীর সংখ্যা । এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৮৫ জন। রাজশাহী ২১২ জন, নবাবগঞ্জ ৮৬ জন, নওগাঁ ২৩৯ জন, নাটোর ১২৭ জন, জয়পুরহাট ২৫২ জন, সিরাজগঞ্জ ২৫২ ও পাবনা জেলায় ২৬৮ জন। মোট সুস্থ ৬৯৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৬৬ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, করোনা থেকে বাঁচতে আরো বেশি সচেতন এবং মাক্স ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহন ও জনাকীর্ণ এলাকা এড়িয়ে চললে সুস্থ থাকা যাবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest